স্বাধীনতা আমার স্বাধীনতা
দীর্ঘশ্বাস আমার
কি বিষন্নতায় ডুব দিয়েছি আমি
চিরদিন যেন ভাস্বর থেকো অগ্নিশিখার মত এই হৃদয় গহীনে
আমরা দূর্ভাগা বীর বসুধা হতে চাই না
আমাদের স্বাধীনতার বিরুদ্ধে প্রতিটি চক্রান্তকে রুখে দাঁড়ানোর শক্তি তারুণ্যের রক্ত পিপাসায় উজ্জ্বল
স্বাধীনতা সেই ফুল অনেক কাঁটার আঘাত সহ্য করে যাকে অর্জন করতে হয়
অসংখ্য শব্দের ভারে যেন স্বাধীনতা শব্দটি ন্যূইয়ে না পড়ে
স্বাধীনতার পথে সেই মাস্তুল তুলে রাখতে হবে চিরদিন
প্রতিটি হুমকি থেকে একটি অস্ত্র সংগ্রহ করতে হয়
ওদের লকলকে খুনি জিভ স্বাধীনতার বিউগল
আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আশা ভালোবাসা স্বপ্নের সমাধি
স্বজন হারানোর বেদনা মানুষের হাড় বুলেটের টুকরো
এই সুন্দর দেশটাতে সেই সৌন্দর্য আর সুখ কিছু থাকবে না
বন্ধুত্ব আর শান্তির আড়ালে একটু একটু করে বাংলাদেশকে
অনেক দূর্বল আর পেছনে ফেলে দিবে প্রতিবেশীরা
তারপর একদিন হানবে মরন আঘাত
সবার আগে দেশ
দেশ মানে যুদ্ধ হাতিয়ার দেশের প্রতিরোধ শক্তি
জল স্থল আকাশ সীমান্ত
ভারত বা মায়ানমার থেকে আমরা এক ধাপ এগিয়ে থাকবো
চেয়ে দেখো আমরা কতটা পিছিয়ে
হয়ত সবুজের বুক ছাপিয়ে রক্ত বয়ে যাবে নদীতে
নৃশংসভাবে মরতে থাকবে দেশপ্রেমীরা
এক দিকে রক্তাক্ত সবুজ প্রান্তর আরেক দিকে রক্ত নদী
অনেক শব্দের ভারে ফিকে হয়ে আসবে সেই স্বাধীনতা শব্দটি