যেইখানেতেই থাকি চোখ বুজে আমি দেখি
নিঃশ্বাসেতে খোলা বাতাসে দেয় দোলা
অশ্রুতে আমি ভিজি
সব ফুলেতে লেখা সব আলোতে দেখা
একটি নাম বাংলাদেশ
রূপের যে তার নেই যে শেষ
রূপসী বাংলাদেশ আমি দেখি রূপোময়
অনুরিত এ হৃদয় যায় ছুঁয়ে ক্ষয়ে ক্ষয়
দেখি এক গুচ্ছ সরোজিনী পুষ্প
হিমেল হাওয়ায় দুল খায়
পাখিদের অবাধ বিচরণ আর শ্যামল শোভিত মখমল
ঊষালগ্নে লোহিত সূর্যের রক্তিময়তা
দ্বিপ্রহরে উষ্ণ আলিঙ্গন
ধূয়ে যায় উড়ে আসা এক ঝাঁক অতিথির কিচিরমিচির
আপ্যায়নে মুগ্ধ নির্মল অবকাশ যাপন
বর্ষাস্নাত মৃদু মধু সুধা মাটির ঘ্রাণ
অবরিম ধারাপাত শ্যামলী প্রকৃতির সমৃদ্ধ অপার জনপদ
           ভরে উঠে প্রান
সোনালী শ্যামল ফসলের মাঠ
দিকহারা মাধব বিতানের নয়নাভিরাম রূপপুঞ্জের স্বাদ
উত্তাল সমুদ্রের গ্লানি মাখা গর্জন
ঝর্নার অবগাহন কাল বৈশাখীর তান্ডব
নদীর বুকে খেয়া বায়ূস্রোতে ভেসে চলা পাল তোলা
আবেগে ফেটে পড়া অশ্রু দুঃখিনী মায়ের বালা
কদম্ব শাখের অজানা পুষ্প রাজি নৌকা বাইচে
ধানের ক্ষেতে নবান্ন কার্তিকের দল
জোড়া দীঘির বুকে শ্যাওলা মাখা জলে
চাঁদের মধুময় হাসি মুক্ত বধন মুখখানি শিশির ধূয়ায় পূন্য
নদীর পর নদী বিল ঝিল হাওর বাওর
জালের মতো অপার মেলবন্ধন
হৃদয়ে লেখা একটি নাম বাংলাদেশ হৃদয়ের স্পন্দন