অনেক বাঁধা পেরিয়ে আবার এক হবে বাংলাদেশ
শত্রুর মুখে ছূড়ে দেয়া হবে ঐক্য প্রানের রক্ত নগরী
চারিদিকে সাঁই সাঁই উঠবে জন কলরবে জাগ্র্যত বাংলাদেশ
হাতের মুঠোয় জীবন রেখে আমরা জাগব জাগ্রত এক বাংলাদেশ
জীবন বাজি ধরে দেশের তরে অদম্য তরুণ ত্রাতা
আমরা যদি না জাগি তবে দেশটা রবে চির করুন বিম্বিসার
কঙ্কাল করোটির ভয়ানক গ্ৰীবা জীভ উঠাবে মাটির লোভে
নিষিদ্ধ দখলে আতকে উঠবে পুনঃ পুনঃ এ জমিন
স্পর্ধিত যে নীরবতা চোখ থেকে ঝরে যাওয়া অজর বৃষ্টি
বিদ্যুৎ রেখার মতো বয়ে চলবে রক্ত জমাট বাঁধা চোখে
তল্লাটে তল্লাটে দেশান্তরের দুর্দম হাওয়া জাগ্ৰ্যত বাংলাদেশ
নিগূঢ় উদ্বিগ্ন রাত তারপর আমরা সেখানে হব তার প্রতিধ্বনি
আমাদের রক্তাক্ত হাত দিয়ে তখন অঙ্কুরিত হবে স্বাধীনতা
লক্ষ লক্ষ চোখ থেকে বেড়োবে আগুনের ফুলকি
আমরা শান্ত নদীতে উত্তাল ঝড় তুলে ডুবিয়ে দেব
পরাধীনতার সমস্ত জাহাজ হাতিয়ার সৈন্য সামন্ত
সেই ঝড় পৌঁছে যাবে আকাশের বিদীর্ণ নীলিমায়
পুড়িয়ে দেবে যুদ্ধ বিমানের ডানা ধ্বংসাত্মক দানব
কান ফাটা চিৎকারে ভেঙে পড়বে স্বাধীন জমিনে
আমাদের অভ্যন্তরে ঢুকে যাওয়া একটা ট্যাংকও
ফিরে যেতে পারবে না তার সমিহিমায় জাগ্ৰ্যত বাংলাদেশ
দখলদার একটা কুলাঙ্গার সৈন্যকেও আমরা জীবিত ছাড়ব না
আমাদের নবীন পল্লব জাড়িত একটি ধানের শীষের মত
যার থেকে জন্ম নিবে কোটি বিপ্লবী তরুণ প্রান
যারা মিত্যুকে পেছনে ফেলে খুঁজে নেবে প্রতিরোধের পথ
অথবা আমাদের মিত্যুতে ফুটবে শত শত নতুন শিশুর হাসি
ওদের মধ্যে আমারা আবার ফিরে আসব সদ্য স্বাধীন জীবনে
আমাদের পুনুরুত্থান জাগ্ৰ্যত বাংলাদেশ
বিরতিহীন পথে চলা আমাদের অনিঃশেষ যাত্রা আমাদের শোকের দহন
আমরা সেই স্বপ্নচারী ভবিষ্যতের অতর্কিত আক্রমণে ত্রস্ত
জাগ্ৰ্যত বাংলাদেশ