সোনা ছড়ানো হে দেশ তোমার চরনের পরে বসুধা
আমার সোনার বাংলাদেশ তুমি সোনায় সোনায় গড়া
মাঠে বনে মুখে ফসলের হাসি
ছেয়ে ছেয়ে যায় সোনালী দিন
এখানে ছূয়ে যায় স্বপ্নেরা অহর্নিশি
এখানে স্বপ্নেরা বাজে নিত্য রঙিন
এমনো দিনে বর্ষা বাদলের ধারা
স্বর্নশ্যাম বুকে উঠে ফসলের সুবাস
আমার সোনার বাংলাদেশ সেত স্বর্নশ্যাম ভুমি
সবুজে শ্যামলে অরুনাচলে জেগেছে সোনার বাংলাদেশ
মায়া কাজল ও চোখের পলকে ঝরে পড়ে যার বৃষ্টি নিমেষ
মুখে মুখে সোনার হাসি মাঠে ছড়ানো ধান
জেগেছিল ঐ রাত্রি প্রভাতে জেগেছে তার নিথর প্রান
দক্ষিণা বাতাস তৃপ্তির হাসি হেসে পথ ঘাট মাঠ বন
যেখানে রাত্রিরা শ্যাম তৃন লতায়
মৃদু বাতাসে আদর বুলোয় নিরালায়
যেখানে পাখিরা গান গেয়ে গেয়ে
পৃথিবীর সব সুখ বুনে হারিয়ে যায়
যেখানে ফুলেরা মুকুলিত হয়েই
সুবাস ছড়ায় আপন আলোয় নীড়ে
যে দেশটার দিকে আমি চাই বারবার ফিরে
সবুজে শ্যামলে অরুনাচলে জেগেছে সোনার বাংলাদেশ
মায়া কাজল ও চোখের পলকে ঝরে পড়ে যার বৃষ্টি নিমেষ
যেখানে শিশুরা আধো আধো করে
চরনের ধূলি গায়েতে মেখে
গড়াগড়ি করে মায়ের ধূলি কনায়
রোদে ফসলে গলাগলি ভাব ধরে
রূপে ফসলে পুড়ে ফসলী মাঠ
যেখানে নদীতে আগুনের মত
ফুলকি ফোঁটায় সূর্যটা নদী তটে
যার প্রতিফলন ফুটে ওঠে
সোনার দেশের সোনার প্রতিমায়
যেখানে গোধূলি সন্ধ্যা তারায় মিশে
ধূ ধূ বালুচরে ক্লান্ত মুখে এক সুখ
যেখানে চন্দ্রলোকে জোছনা ছূইয়ে পরে
অবিরত মাঠে আমি দেখি তার মুখ
আমার হৃদয় গলে পুড়ে যায় আমার যত সুখ
এখানে শ্যামলিরা আকুলে এমন মায়া ছরায়
এখানে মাধবীরা দিনে ও রাতে সবুজে সবুজ জড়ায়
মধু মাখা যার আলো বাতাস শহীদি রক্তে ভেজা মাটি
জ্বলে পুড়ে বারবার যে দেশ হয়েছে সোনার চাইতে খাঁটি