আজকে আমার মন খোলা
বৃষ্টি বাদল দেয় দোলা
শীতল হাওয়ার ঝাপটা এসে
দিচ্ছে আবার মন ভোলা
পাল তুলেছে খেয়া বায়
ঢেউগুলো সব নেচে ধায়
কার নামে যে দেয় দোলা
আনন্দে তাই পথ ভোলা
আজকে আমার মন খোলা

আজকে আমার মেলেছে ডানা
উড়ে যেতে তাই নেই মানা
পাখির মত ঝাপটে আবার
মন ছুটেছে অজানা
ডুব দিয়েছে বায়ু স্রোতে
আজ খুশি তাই জেগে উঠে
কোথায় যে ভাই দেয় দোলা
উতাল পাতাল মনটা আমার
নাচছে একা দিক ভোলা
সবখানেতেই দেয় দোলা
আনন্দে তাই পথ ভোলা
আজকে আমার মন খোলা

আজকে আমার দল ছুটে
যাচ্ছে কোথায় নেই জানা
অবুজ তবু মনটা আমার
পায়না খুঁজে বাহানা
ইচ্ছে আমায় নিচ্ছে কোথাও
দিচ্ছে সেথায় তাড়িয়ে
অজানা এক পথিক এসে
আবার দিচ্ছে দু হাত বাড়িয়ে
মনটা আমার তাইত আজ
যাইতে চায় হারিয়ে
সেই খুশিতে পথ ভোলা
নাচছে সুখে নেই খোলা
জুটি বেধে বলতে চায়
আমার মনের সব বলা
আনন্দে তাই পথ ভোলা
আজকে আমার মন খোলা