নৈঃশব্দ্যের কিছুটা আভাস লেগেছে কভু আমারো আঙ্গিনায়
শব্দের মত ছুটে চলেছে জীবন দারুন যন্ত্রণায়
ছুটে চলছে জীবন সাঁই সাঁই প্রত্যাহ শুনি তার কোলাহল
কেউ যায় মাঠে কেউ ঘাটে অফিস আদালতে যেথা যার স্থান
প্রত্যহ জীবন জেগেছে যেমন নতুন আশার আলোয়
পূবালী বাতাসের রং যেন ছরিয়ে পড়েছে সবার নরম আদুরে গায়
শব্দহীন পৃথিবীটা ততটা মধুর যেমন বাতাসের নরম আদর
কেউ যেন মায়া আর আদর দিয়ে সাজিয়েছেন এ ধরনী
যেখানে রাত্রির নিস্তব্ধতা প্রশান্তির ঢেউ তুলে দুদোল্যমান
ঘন্টা ধ্বনির মত তখন প্রতিফলিত হয় জীবনের ক্ষুদ্র আহ্বান
শব্দের জগতে বেঁচে থাকি যেথা বাতাস কেবলি নৈঃশব্দ
যখন ঝড়ের গতিতে আঘাত হানে কিছুটা হয়ত উপলব্দ