সেই বধ্যভূমি নিরুদ্দেশ জীবনের বাঁধা পেরিয়ে
সেই বুকের ক্ষত, রক্তক্ষয়ী সংঘাত পেরিয়ে
মাগো তোমার ছেলের রক্ত অশ্রু জলে
কেমন যেনো আজ বিজয়ের কথা বলে
ওরা আলোর পথের যাত্রী!
কেমন যেনো আজ সংগ্ৰামের কথা বলে
ওদের পদধ্বনিতে কেঁপে উঠে মসনদ
সেই বিনিদ্র-
সংগ্ৰামের ৩৬ দিনে এসে পতাকা
আজ কেমন যেন বিজয়ের উল্লাসে কাঁপা
যত বড় মসনদেই থাকুক স্বৈরশাসক
যতটা হক আজ সে ছাত্র জনতার দুর্ম ঘাতক
বাংলার আকাশে চির ভাস্বর ইতিহাসের পাতাটা
এই লং মার্চেই লেখা হবে বিজয়ের গাথা
সেই -
৫ই আগস্টের মেঘে ঢাকা সকাল বেলা
এক নতুন সূর্যদোয়ের অপেক্ষা বিভোর
এক নতুন গনজাগরনের অপেক্ষা বিভোর
এক নতুন দিগন্তের অপেক্ষা বিভোর
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে
ছাত্র জনতা শাহবাগে হতে থাকে জড়ো
সেদিনের ছাত্র জনতার পদধ্বনিতে
পরাধীন মাটিও কাঁপছিল থরথরো
ছাত্র জনতার মুখরিত সেই প্রাঙ্গণে
রক্ত ঘামে সমবেত স্বরে ওরা জয়ী রনাঙ্গনে
আমি জানালা খুলে সেই সূর্যটাকে
দেখেছি -
লক্ষ লক্ষ জনতা অধীর আগ্রহে
হয়ত এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠবে
সংগ্ৰামের ৩৬টি প্রহর পেরিয়ে শেষ বেলা
টিভির পর্দায় ভেসে আসছে অন্তিম মূহূর্তটা
ছাত্র জনতার জয়!
পদত্যাগ করে মসনদ ছেড়েছে স্বৈরঘাতক
মুষ্টিবদ্ধ লক্ষ হাতের শূন্যে আঘাত
বিজয় ধ্বনি উল্লাস উন্মত্ত উন্মাদনা
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
জয়ধ্বনিতে মুখরিত গোটা জাতি
উড়ছে বিজয়ের ধূলি
উড়ছে বিজয়ের পতাকা
উড়ছে গোটা বাংলাদেশ সম-স্বরে
শ্লোগান মিছিল জনতার ডাক
গনভবন প্রাঙ্গণের গন জোয়ার
পতাকা হাতে উল্লাসে ফেটে পড়া ক্ষুব্ধ জনতা
অবশেষে জানা গেল স্বৈর ফ্যাসিস্ট দেশত্যাগী
রক্তক্ষয়ী রুদ্ধশ্বাসের ৩৬ দিনের শেষে
এক নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটেছে
আবির্ভাব ঘটেছে এক নতুন স্বদেশের
অনেক রক্তের দামে কেনা এ বিজয়
অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়
এ বিজয় ছাত্র জনতার-
গনতন্ত্র বিপ্লব মুক্তি জিন্দাবাদ!