জানি বিভেদের দেয়াল তুলে শকুনেরা ঐ দিবেই হানা
শোষন মন্ত্রে দীক্ষিত ওরা - কাপুরুষের টাল বাহানা
ছাত্র মোরা জাতির ঐ কর্নধার
মোরা শৃঙ্খল ভেঙে চলি বরাবার
ঐ বিভেদের দেয়াল তুলে নিজেদের মুখোশ খুলে
আসবে যারা ঘর ছাড়া চলবে গুলি নির্বিচার
ওরা স্বৈরাচার স্বৈরাচার
রক্তের দাগ শুকায় নি আজ কন্ঠে তুলি মুক্ত আওয়াজ
বিনয় সুরে কন্ঠ ফুরে উগরে দে ওদের দস্তানা
শকুনেরা ঐ দিবেই হানা
রক্তের ঘ্রান বিদ্রোহী প্রান জাগরে তোরা তরুণ ভিষান
এক হয়ে চলে দৃপ্ত তরুণ অগ্ৰগামী
জ্ঞানি গুনি তরুণ ত্রাতা অগ্ৰগামী অগ্ৰগামী
ঐ অগ্ৰগামী নব প্রজন্ম গড়ার প্রত্যয়
মোরা নির্ভয় নির্ভয়
আমরা ছাত্র তরুণ-শানিত আমরা দূর্বার
রক্তে মোদের টান লেগেছে পার পাবি না স্বৈরাচার।।
বৈষম্যর বেড়াজাল ওরা বিছায়েছে চিরটাকাল
ওদের জন্য আমারাই বরেন্য আমরা মহাকাল
ছাত্র মোরা জাতির ঐ কর্নধার
মোরা শৃঙ্খল ভেঙে চলি বরাবার
দানবের মত চিৎকার করে কেড়ে নেয় গণমানুষের অধিকার
হিংস্ত্র হায়েনার মত রক্ত পিপাসু ওরা হিংস্র সংহার
ওরা স্বৈরাচার স্বৈরাচার
দেশের সাথে বেঈমানি করে যারা দেশটাকে করে শোষন
আমরা তাদের উপড়ে ফেলে কেড়ে নেই সিংহাসন
ছাত্র আন্দোলন মোদের ছাত্র আন্দোলন
স্বৈরাচারীর পতন হবে হবেই পদস্খলন