আজ তাঁরা নেই কেউ,
উঠানে সোনালী রোদ ছিল, সবুজ
ঘাসের মাঝে ফুটেছিল কত ঘাস-ফুল,
তারপর কি যেন হলো, কবে কখন
জলের ধারার মতো বয়ে গেল
লাল রক্তের বিষাদ সিন্ধু!
কখন তাঁরা সব ঝ'রে গেল,
কখন নিভে গেল জীবনের গান,
আহা - চলে গেল কত না নীরবে,
অভিমানে,
তাও আর জানা হোল না।
শকুনিরা এখনও নোনা সেই রক্তের স্বাদ খোঁজে
আমার উঠানে, আমি খুঁজি সহস্র প্রজাপতি
যারা এখনও বাতাসে মেলে ডানা, নাচে ঘাস-ফুলে,
তবুও জানি আজ তাঁরা নেই কেউ।