আমি মুক্তির গান গাই
মুক্তিকে নিয়ে গাই,
মুক্তি কোথায়! মুক্তিকে খুঁজি
মুক্তির দেখা না পাই।
মুক্তি মানে দুমুঠো ভাত
ইচ্ছে মতো খাওয়া,
শান্তি সুখে ঘোরা ফেরা
এই টুকু ইতো চাওয়া।
দেশটা ঘুরে দেখে এলাম
কোথায় গেলে তা পাই,
কেবল হৃদয় পুড়ে ছড়িয়ে থাকে
হৃদয় পোড়া ছাই।
মুক্তি সে কি কারাগারে
মুক্তি যে তার চাই,
মুক্তি ছাড়া স্বাধীনতা
সব থাকেও কিছুই যেন নাই।
স্বাধীনতা পেলাম শুধু
মুক্তি পেলাম কই,
এই স্বাধীনে অসুখ বেশী
মুক্ত মোরা নই।