মা ভাবনা
প্রবল ঝড়ের রাতে তোমার জন্য বিশাল নদী
সাতরে পার হতে পারিনি বলে ভেবো না
তোমাকে ভালোবাসি না।
আশা ছিল; একদিন বৃক্ষ হয়ে ছায়া দেব তোমাকে,
তোমার সকল দুঃখের সিঁড়ি বেয়ে
তোমাকে নিয়ে যাবো সুখের আঙ্গিনায়।
কিন্তু আমার সব অলিখিত কবিতার মত
তোমাকে নিয়ে দেখা স্বপ্নটাও থেকে গেল অসমাপ্ত।
তুমি চাঁদ নও তবু স্নিগ্ধ, আমার চোখে অনুভব
করা জলের স্পর্শ।
তুমি সূর্য নও অথচ উজ্জ্বল, নুয়ে-পড়া শিমুল
ডালে লাল টুকটুকে ফুল।
তুমি সমুদ্রের মতো বিশাল, নদীর মতো বহমান,
দিঘির জলে ডুব দেয়া সন্ধ্যা বেলার নীল আকাশ।
তুমি আমার প্রথম ভালবাসা, বেড়ে ওঠার অনুপ্রেরণা,
আমার হাড়িয়ে যাওয়া শৈশব এবং
বর্তমানের একমাত্র বন্ধন।
আমার আকাঙ্খারা কেবলই
তোমার আশীর্বাদের অপেক্ষায়,
বৃষ্টি ফোটার মতো ধেয়ে আসে স্মৃতিরা,
মনে হয় তোমার হাতের স্পর্শহীন আমি একা।
আমার সামনে এক বিশাল নদী, দোলে মৃত্যু।
একাই পাড় হতে হবে এই নদী, এই রাত্রি।
মা, তুমি আমার হাত ধরো, দেখ কেমন নিশ্চিন্তে
পার হয়ে যাব জীবনের সীমানা।