কেউ কি এখন
তার প্রসারিত হাত দিয়ে ছুঁয়ে দেবে আমার হৃদয়?
তুলে আনবে ঝিনুক থেকে মুক্তোর মত
আমার স্মৃতির হরিণ শাবকটিকে, অথবা
বিষের মতো নীল স্বপ্নগুলো ।
আমার স্বপ্নগুলো কেবলই শুকনো পাতার মতো ঝরে পড়ে
স্যাঁতসেঁতে শীতল মৃত মাটির উপর।
আমি দাঁড়িয়ে আছি,
আমি অপেক্ষায় আছি, চোখ আমি ফেরাবো না কিছুতেই ,
জানতে চাইবো না তাকে,
যার একটুখানি ছোঁয়ায় নতমুখে বেরিয়ে আসবে
আমার ভিতরকার মৃত ছায়াগুলো,
দরজা খুলে প্রচণ্ড গর্জনে গৃহ থেকে পালাবে নেকড়েগুলো।
ফুরফুরে বাতাসের মতো আনন্দে আনন্দে গৃহে প্রবেশ
করবে সুখেরা।
গৃহে সুখ নেই, চোখে নেই গহীনে ভাষা।
কোন এক সর্বনাশা গানের সুরে
ভেঙে যায় সুখের সাঁকোটি।
কেউ কি আছে এখনো যে,
পরম বিশ্বাসে ছুঁয়ে দেবে আমার হৃদয়,
যেমন বিশাল গাছের ছায়ারা ছুঁয়ে থাকে
প্রান্তরে সবুজ ঘাসেদের হৃদয়।