এসো মৃত্যু আমার হাত ধরো,
তোমাকে সাথে নিয়ে ঘুরে আসি
জীবনের সীমানা,
জেনে নেই যাত্রার শেষ ঠিকানা।
এসো তোমাকে আলিঙ্গন করি,
আমার সমস্ত উষ্ণতা দিয়ে উত্তাপ ছড়াই
তোমার  আর্কটিক শীতলতায়।
শূন্যতা পান করে বুদ হয়ে থাকো
তুমি এক স্বেচ্ছাচারী বিশাল অবয়ব,
তুমিও জেনে নাও আমার ক্ষমতা।

তুমি একা,
আমার আর পৃথিবীর মাঝে তুলে দিতে
চাও এক গাড় অন্তরাল।
তোমাকে দেখি যুদ্ধ ক্ষেত্রে, বোমারু বিমানের
অগ্নি ঝলকে।
তোমাকে দেখি দাবানল, জলোচ্ছ্বাস আর প্লাবনে।
তুমি ধ্বংস, তুমি সৃষ্টির বিনাশ, তুমিই
সভ্যতার নির্মম নিয়তি।
তোমার মাঝে দেখি এক উদ্ভিদ হীন বাগান।
তুমি ত্রাস ছড়াতে চাও আমার হৃদয়ে,
ক্ষুধার্ত তুমি; ভেবেছ আমার স্মৃতি হরণ করে
বিজয়ী হবে তুমি!
দান্তের ‘ দ্য ডিভাইন কমেডির’
নরকের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়েই স্বর্গে যাবো,
দেখা পাবো ঈশ্বরের।
নিয়ে যাবো সাথে সমস্ত জঞ্জাল, লোভ-লালসা,
অহংকার আর প্রতারণার সুরা পাত্রগুলো।
পৃথিবীর জন্য রেখে যাবো কেবল
শান্তি সুখের উল্লাস।

এসো মৃত্যু এসো,
তোমার জন্যই তো এ দীর্ঘ প্রতীক্ষা।
ভেবো না তোমাকে দেখে ভয়ে বিলাপে
মত্ত হবো, তোমাকে
সামনে রেখেই ঘুমিয়ে স্বপ্নের মধ্যে
দোলনায় দোল খাবো,
সবুজ প্রান্তরে হেটে হেটে ক্লান্ত হবো,
প্রিয়ার ডাকে ঘুরে দাঁড়াবো, পৃথিবীর ছায়াময়
চন্দ্রালোকে পরিচিত মুখ দেখে রোমাঞ্চিত হবো।
তুমি সত্য,
তুমি অনিবার্য; তাই তোমাকে নেই ভয়।
আমার হৃদয় তোমাকে জয় করবে বলেই অপেক্ষমাণ।

তোমার স্পর্শে কিছুই বদলাবে না,
হাড়িয়ে যাবে না কিছুই, কেবল এক জীবনের
স্রোত ধারা সঞ্চারিত হবে নতুন জীবনে।
তোমার আঘাতে জর্জরিত হবো, পৃথিবীর জন্য
রেখে যাবো সংগ্রামী জীবনের এক সংক্ষিপ্ত জিজ্ঞাসা।
বিচ্ছেদের কষ্টের মধ্যেও নির্মল হাসিতে
হবো উদ্ভাসিত,
বিদায় বিষাদে অশ্রুসিক্ত হবো না।
শান্তি শ্রদ্ধায় পরিপূর্ণতা অর্জনের মধ্যেই
শেষ হোক এই যাত্রা।
সমর্পণের মধ্য দিয়েই হবো মৃত্যুঞ্জয়ী।