একুশ আমার হৃদয় ভাঙ্গা
অনেক ভালবাসা,
চোখের জলের বিশাল নদী
মেঘের মতো ভেজা ভেজা;
বরফ জলে লেখা আমার
বাংলাদেশের কথা।
স্বপ্নে তাকে ধারণ করি,
যত্নে তাকে লালন করি,
কথার মাঝে স্মরণ করি,
ছড়িয়ে দিয়ে জড়িয়ে ধরি
নিজের মাঝে নিজেই মরি ।
আমরা সবাই আটকে গেছি
একুশ থেকে ফাগুনে,
কষ্ট করে মনে রাখি
শিমুল আর কৃষ্ণচূড়ার আগুনে।