এইতো বেশ হলো,
তোমরা সবাই চলে গেলে;
একে একে ধূসর প্রান্তর দিয়ে।
ক্রমশ নিভে গেল সব আলো,
অন্ধকারে একা থাকি বিশাল অপেক্ষায়।
আমি তো ইচ্ছে করেই তোমাদের যেতে দিলাম।
স্বপ্নের মধ্যে বুনেছি
অনেক অনেক আপেলের গাছ,
তারই গন্ধময় স্মৃতি নিয়ে
বেহুদা নিজেকে শোনাই সাহসের গল্প।
আমি কি এমনই এক বীর যোদ্ধা যে
একা একা পার হয়ে যেতে পারে পরাজয়ের দীর্ঘ সেতুটি,
সে কেমন অলৌকিক শক্তি
যার হাত ধরে পার হয়ে যেতে পারি সামনের অজানাকে।
যাত্রা শেষ হলেই কেবল দেখা যাবে এর সফলতা।
এ আমার একার যাত্রা।
এ যাত্রায় তোমাদের উষ্ণতা নেই,
নেই একসাথে চলার বিপুল আনন্দ।
আমাকে একাই পেরুতে হবে অপেক্ষার শীর্ণ পথটুকু,
যেতে হবে একা সম্ভাবনার উষ্ণতায়।
এ আমার পরিণতি, যেন
বিশাল ধুধু মরুভূমি থেকে নেমে আসা
হিম শীতল হাওয়ার তীব্রতা অথবা
সমুদ্র থেকে ভেসে আসা লোনা পরিণাম।
আমি যাব, এ আমার একার লড়াই ।
এখানে ভীষণ ঠাণ্ডা, চাই চাই বরফ
জমে আছে চারিদিকে।
সময়টা ভীষণ খারাপ কোন যাত্রার জন্য।
আমার এ যাত্রা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে;
মৃত্যুর মতো শীতলতা থেকে হেঁটে হেঁটে
যেতে হবে সেখানে, যেখানে
অজস্র প্রজাপতি রক্তিম আলো ছড়ায়।
ঝিঁঝিঁ পোকারা শোনায় আনন্দ সঙ্গীত।
আমি যাব তাদেরই কাছে,
যারা আনন্দ এবং সুখ ভাগ করে
বেঁচে আছে পরম নির্ভরতায়।
আমি যেন একাকী,
পিছনে ফেলে আসা নদীটি অগভীর ঘোলা,
প্রত্যন্ত জলাভূমি একা নিঃসঙ্গ।
আমার দৃষ্টি এখন অপরিশোধিত ম্লান,
একমাত্র আশা পরবর্তী জোয়ার লোনা জলের স্রোত,
উদ্দেশ্যহীন ছন্দময় সাগরের বাতাস এবং ঢেউ।
ধূসর কুয়াশার মধ্য দিয়ে দেখি কিছুই নেই...
ঢেউয়ের উপর ফ্যাকাসে গন্তব্য সমুদ্রে।
সমুদ্র সমুদ্র বিশাল বিপুল!
আমাকে ভাসতে হবে, আমাকে নামতে হবে;
একাকী সমুদ্রে এবং আকাশে।
আমাকে ভাসতে হবে ছুটে চলা জোয়ারের ডাকে
ভাসতে হবে একা ভবঘুরে জিপসি জীবনে,
একটি পথের ডাকে একটি প্রান্তরের টানে।
সমুদ্রের লোনা জল কেবলই ডাকতে থাকে, বলে,
যাত্রার শেষ সীমা দিগন্তে।
যেখানে সমুদ্র নীল আলিঙ্গন করে নীল আকাশকে।
এ যাত্রা আমার ইচ্ছাপূরণের।
আমার জীবন অপসারিত, আমি পথভ্রষ্ট ক্লান্ত।
দিগন্তে অস্তগামী লাল সূর্য দেখি, শুনি বিদায়ের সুর।
চোখের সামনে নীল সমুদ্র হয়ে যায় সবুজ প্রান্তর,
তার মাঝে একটি রাঙ্গা মাটির পথ।
এই পথ ই কি নিয়ে যাবে যাত্রার শেষ সীমায়?
একটু এগোলেই কি পেয়ে যাবো তাদের দেখা,
যারা ভালোবাসা, আনন্দ, সুখ ভাগ করে
বেঁচে থাকে একে অপরের নির্ভরতায়!
অন্ধকারের হাত ধরে বসে থাকি,
অস্তগামী সূর্যের পথ ধরে দৃষ্টি মেলে ধরি;
অপেক্ষায় থাকি কখন অস্তগামী সূর্যের
লাল আবিরের মধ্য দিয়ে ভূমিষ্ঠ হবে
ফিতের মতো এক টুকরো চিকন চাঁদ এর উজ্জ্বল হাসি।
তারই আবির্ভাবের মধ্য দিয়েই
শেষ হোক আমার এই দীর্ঘ যাত্রা।