বিশ্বাস আছে বলেই
তোমাদের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখের
মালা গলায় পরে সুখে থাকি।
তোমাদের ভালোবাসা:-
উজ্জ্বল নীল আকাশ ; মেঘ এলে ধুসর মলিন,
দরজায় এক-ফালি সোনালী রোদ্দুর ক্ষণিকে শূন্য ফাঁকা,
চোখ দিয়ে পড়ে ফেলা একটি কবিতার বই,
মন দিয়ে না দেখা জীবনের এক মহা কাব্য।
আমার বিশ্বাস
সত্যের মত গভীর এবং তরঙ্গময়,
আস্থার দ্বারা সুরক্ষিত।
ভালোবাসা যেমন রহস্যময় আর সুখ যেমন
অতিক্রম করে থাকে দুঃখের দূরত্ব।
বিশ্বাস এক নিখুঁত কারিগর।
যার হাতে লুকিয়ে আছে রামধনুর সমস্ত রঙ,
যুক্তি হিসাবে ঈশ্বরে সম্মান,
জাদুকরের নিখুঁত প্রত্যয় এবং তীব্রতা।
বিশ্বাস মধ্যরাতে একটি জাহাজ
যা গভীর সমুদ্রে কেবলই ঘূর্ণায়মান; গন্তব্য হীন।
তোমাদের হ্রদয়ে বিশ্বাস খুঁজি, যেমন জাহাজটি
খুঁজে নেয় সমুদ্রের গভীরতায়।
আস্থাহীন হতে চাই না, নিজের উপর বিশ্বাস
রেখেই আশ্চর্য নিপুণতায় বেঁচে থাকি।
অহংকারের অন্ধকারে বিশ্বাস খুঁজি না,
ঘৃণার কারণে জলশূন্য নদী হতে চাই না।
তোমাদের ভালোবাসায় রোমাঞ্চিত হই,
হই মেঘ থেকে বৃষ্টি, দৃষ্টি থেকে হটিয়ে দেই
গ্রীষ্মের সমস্ত বিষণ্ণতা।
তবু মন ঠিকানা হীন,
দৃষ্টিতে কেন নেই আকাঙ্ক্ষিত সেই জীবন-স্রোত?
সময়ের ডাকে ঘুম ভাঙে,
জেগে দেখি অপেক্ষার দীর্ঘ সিঁড়িটি হারায় মায়ায়।