ভালোবাসা কোথায় থাকে?
নীরবতায়, তোমার কথায়!
তোমার ছায়ায়, মোহের মায়ায়,
গভীর গুহায়, পাহার চুড়ায়,
চোখের জলে অথবা বিষণ্ণতায়।
ভালোবাসা কোথায় থাকে?
পাহাড় থেকে
নেমে আসা ঝর্ণাধারায়,
নীলাকাশে মেঘের ভেলায় কিংবা
তোমার হাতের গভীরতায়।
ভালোবাসা কোথায় থাকে?
হাটি হাটি পা পা
মায়ের আঁচল ধরে বেড়ে
ওঠা যৌবনে,
তোমার হৃদয় থেকে বিচ্ছুরিত
তপ্ত আবেগে।
ভালোবাসা কোথায় থাকে?
অন্ধকার রাতে লক্ষ-কোটি
জোনাকির নীলাভ উজ্জ্বলতায়,
উত্তর থেকে ধেয়ে আসা
শীতের রাতের শীতলতায়।
ভালোবাসা কোথায় থাকে?
বাবার চোখে সন্তানের
সফলতায় কিংবা
মৃতপ্রায় একটি নদীতে প্রবল
জোয়ার।
ভালোবাসা কোথায় থাকে?
সত্য-মিথ্যা
তুমি থেকে ক্রমশ আমায়,
তোমার বাহুতে স্পর্শহীন নীরবতায়।
ভালোবাসা ভালোবাসা
শুধু মিছে আশা,
চিরন্তন বেঁচে থাকা,
আশা থেকে হতাশা।
ভালোবাসা সেথায় থাকে
যেথায় থাকে
হৃদয়ের সব অপূর্ণ প্রত্যাশা।