ভালোবাসা একটি প্রজাপতি
ফুলে ফুলে উড়ে ফেরা,
বিশাল অরণ্যে
খুঁজে পাওয়া এক টুকরো জলের আধার।
ভালোবাসা প্রতি দিন ঘরে ফেরা,
নিঝুম রাতে আকাশে এক ফালি মেঘের সন্ধান।
ভালোবাসা তার হাতের স্পর্শ,
বেণী দোলানো একটি বালিকার চুলের নীরবতা।
ভালোবাসা একটি দেশের মানচিত্র,
একজন নেতা,
সিঁড়িতে রক্তাক্ত শরীর ছুঁয়ে থাকা এক জোড়া
কালো ফ্রেমের ভাঙ্গা চশমা।
ভালোবাসা কেবলই রং বদলায়,
পুব আকাশে প্রথম প্রহর থেকে
হেটে হেটে কাঠ ফাটা রোদ্দুর।
ভালোবাসা নয় মাস যুদ্ধ ফেরত
এক মুক্তিযোদ্ধার চোখের ঝিলিক,
মুখের নীরব হাসি,
নিরাপদ সড়ক আন্দোলনের হাজার কিশোরীর
অদম্য কৈশোর।
ভালোবাসা গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ,
রৌদ্র দগ্ধ দুপুরে গাছের ছায়ায় বসে থাকা
কিশোর রাখাল বালকের বিনাশী বাঁশীর সুর।
ভালোবাসা রবীন্দ্রনাথ-নজরুল,
সৃষ্টির প্রতি আনুগত্য, নিজের সামর্থ্যে বিশ্বাস।
ভালোবাসা চোখের জল,
নদীতে ভাষে যাওয়া নৌকার পাল;
বুকের মধ্যে গুরু গুরু মেঘের গর্জন,
রমণীর হাতে লাল চুড়ির রিনিঝিনি সঙ্গীত চেতনা।
ভালোবাসা ধুলায় গড়াগড়ি খাওয়া
শিশুর শরীর ঘিরে মায়ের শাড়ীর আঁচল,
প্রিয়ার জন্য ধার করে কেনা এক গুচ্ছ
লাল গোলাপের তোড়া।
ভালোবাসা বিশ্বাস;
অর্জনের আকাঙ্ক্ষা, সব হারানোর
ব্যথা নিয়ে বেঁচে থাকার তীব্র হতাশা।
ভালোবাসা স্বর্গ্যে যাওয়ার পথ; কণ্টক হীন মসৃণ,
বৃষ্টিতে ভেজা উঠান দৌড়ে পার হতে গিয়ে
পিছলে পরে কাদায় মাখামাখি।
ভালোবাসা কিশোরী নদী,
ভুলে যাওয়া বিবেক; শেষ জীবনের পুরস্কার।
ভালোবাসা কেবলই ভালোবাসার জন্য
মিছে ছুটাছুটি।