মানো বা না-মানো "শূন্যতাই জীবন"
বোঝো বা না-বোঝো "সুখ মিছে প্রলোভন"।
ব্যাথাই সত্য ব্যাথাই সৃষ্টি ব্যাথাই চিরন্তন
বেদনার বিষ তেতো হোক যতই বশ্য আলিঙ্গন।
ভালোবাসে যে জলে ভাসে সে হাবুডুবু নিশ্চিত
শুকায় নদী শুকায়না চোখ বাঁচা-মরা হারজিত।
কোন কবি কবে কলম ধরেছে পূর্ন–পুণ্য জীবনে?
ঘরের মায়া পরের মায়া সব আছে কবির চরণে।
যার আছে বিত্ত হাহাকারে চিত্ত নাচে দিবস রজনী
আরো কিছু বেশি হলে হতো খুশি মন চায় শুধু এমনি।
যার কিছু নেই তার চাওয়াতেই অন্ন বস্ত্র বাসস্থান
হোক কিছু কম তবু অবিরাম শূন্যতারই অবস্হান।
কে আছে যার জীবনের ভার প্রাপ্তির থেকে বেশি নয়?
সে আছে কোথায় নেই আর চাওয়ায় তৃপ্তিতে বুদ্ হয়ে রয় ।
বিছানায় শুয়ে সব আলো নিভিয়ে দীর্ঘশ্বাস অতিশয়
হাসিমুখ দেখি ভাবি সে সুখী আসলে সুখের অভিনয়।