বোধহয় সবকিছু ভুলেথাকাই বেঁচে থাকা ।

আমার শিশু সন্তান সম্ভ্রম হারিয়ে নিপিড়িত শোষিত জীবনকে পারবেনা দেখাতে মায়া।
অসভ্য পৃথিবীর প্রতি কত ঘৃণায় নিজের নিষ্পাপ প্রাণ অভিমানে বিলায়!

বাবা ডাক কে কবে পেরেছে করতে অবজ্ঞা?
তাই বাবাকেও কাছে টেনে নিল বেদনায় নীল হওয়া সহসায় শোকাতুর কায়া...

অসভ্য নোংরা হায়না-জানোয়ার ; পৃথিবী তোদের জন্য।
আর আমরা !
সবকিছু ভুলে যাই তাই পরিচয়হীন অমানুষ।


( ঢাকার গাজীপুর-এ শিশু সন্তানের সম্ভ্রম হারানোর বিচার না পেয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করা অভিমানী বাবা ও সন্তান স্মরণে )