আমাকে চেনে এই শহরের শোরগোল, চেনে নির্বাক নীরবতা।
আমাকে চেনে এই ফুটপাথ, দাঁড়কাক, আর আবদ্ধ আবর্জনা।
আমাকে চেনে ক্রোধ, অহংকার, মিথ্যে মূল্যবোধ।
আমাকে চেনে অচেনা মানুষ; মুহূর্তের মুখোশে,
চেনে চেনা মুখ; চেনা সুখ; চেতনার সাহসে।
চেনে মহা প্লাবন, সাইক্লোন আর তুমুল জলোচ্ছ্বাস।
আমাকে খুব চেনে যারা আমাকে ঘৃণা করে ।
শুধু তুমি আমাকে চেনোনা,
ভালোবেসে তুমি দৃষ্টিশক্তি হারিয়েছো।