ভেবেছিলাম আরো কিছুদিন বেঁচে যাব তোমাদের সাথে,
বেঁচে যাব স্বপ্নে বিভোর তোমাদের এই মিথ্যে মোহের সংসারে।
ভেবেছিলাম আরো কিছুদিন দেখে যাবো দু-চোখ যা চায়,
দেখে যাবো; ভালোবাসা হীন তোমাদের এই মিথ্যে প্রেমের আদরে।
ভেবেছিলাম কলা পাতা ফুল, বৃষ্টি কদম, লাল জবা ফুলে হাসিয়ে জীবন কাটিয়ে দেবো আরো কিছুকাল।
কিছুটা না হয় জ্যোৎস্না আধার, জোনাকি প্রদীপ, ঘুমে ভরা রাত মায়ায় জড়িয়ে দেখব সকাল।
যেদিন আমার দিনের আলো ফুরিয়ে গেলো; ভেবেছিলাম চাঁদের আলোয় ভবিষ্যতের গান শোনাবো,
ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আঁৎকে উঠে; ভেবেছিলাম তোমার বুকে লুকিয়ে থেকে শান্ত হবো।
যেদিন আমার মনের মধ্যে ক্ষোভ জমে ছিলো; ভেবেছিলাম কল্পতরু র শুকনো ডালে বাঁধবো বাসা ,
গহীন বনে আগুন লেগে পুড়লো যেদিন সব ভরসা; ভেবেছিলাম জলের কাছে পাবো নিশ্চয়ই ভালোবাসা।
আমায় তুফান উড়িয়ে দিলো, জলের তোড়ে ভেসেই গেলাম, তবুও আমি ভেবেছিলাম !
ভেবেছিলাম শান্ত দীঘি; শীতল সাগর; গভীর মায়ায় ফিরিয়ে দেবে জন্ম আবার।
হারিয়ে যাবার আগেও বুঝি নিঃস্ব প্রাণ, প্রাণের কাছে আকুতি জানায় আবার বাঁচার।
ওপাশ থেকে তোমার ডাকে; সাড়া দিয়েই হাত বাড়ালাম,
ভুলে ভরা আপন-স্বজন; সংগোপনে মন পোড়ালাম ।
জন্ম আমায় নেয়নি জানি; অবহেলায় কাটিয়ে দিলাম,
মৃত্যু আমার প্রতিশ্রুত, সেই ভাবনায় ফুরিয়ে গেলাম !