তোমাকে কেউ দেখেনি আমার চোখে
তোমার অনঘ হাসি; অনবদন কান্না
শুদ্ধ সরল চাহনি কেউ দেখেনি আমার চোখে।
অনিন্দ উচ্চারণে উচ্চারিত একটি শব্দেই বিমোহিত হই আমি
তোমার অগোছালো ঠোঁটে অর্থহীন বাক্যই অর্থপূর্ণ করে তোলে আমার সময়,
তুমি আমার সন্তান; আমার সওগাত; আমার অনন্য অনুভূতি।
তোমাতে তাকালেই আমি মানবিক মানুষ হই
বিশুদ্ধ বাতাস বহে বাতায়নে আমার
আমার ভিতরের বিষ ও বিষাক্ত উগ্রতা বিনাশ হয় তোমাতেই।
তোমাতে তাকালেই আমি পাপ ও পুণ্যের পার্থক্য বুঝি
বুঝি বেঁচে থাকার প্রয়োজন, বুঝি সুখ ও শিহরিত উল্লাস,
বুঝি ব্যথিত নদীর বুকে বরষার থৈ থৈ জলের পুলক প্রবাহ,
তুমি আমার সন্তান; আমার শরীর; আমার প্রাণের প্রজাপতি।
তোমার প্রথম কান্না আমার প্রথম তুষ্টি,
তোমার প্রথম চাহনি আমার প্রথম দৃষ্টি,
তোমার প্রথম চলন আমার প্রথম বিকাশ,
তোমার প্রথম হাসি আমার প্রথম আগম,
তুমি আমার সন্তান; আমার সাযুজ্য; আমার প্রথম পাঠ।
তোমাকে কেউ দেখেনি আমার মতো
তোমার ঘুম আমার কাছে শান্ত দীঘির জলে চাঁদের আহ্লাদ
তোমার ঘুম ভাঙা আমার কাছে শিশির সকালে ভেজা রোদ্দুর।
তোমার বায়না আমার আগম
তোমার অতুষ্টি আমার শোধন
তোমার আমোদ আমার গীতিকাব্য
তোমার কণ্ঠ আমার সাহস
তোমার সুখ আমার গরম ভাতে ঘি
তোমার অসুখ আমার বিনিদ্র রাত
তুমি আমার সন্তান; আমার সখ্যতা; আমার উদ্যমের উত্তর।
আমার বাবার চোখ; চাহনি; খর্বকায় হৃদয় ও হৃদয়ের খুনসুটি
আমার মায়ের কোল; কাশফুল কোমলতা;
নিরন্তর বহতা বাতাসের মতো আশীর্বাদ,
আমাকে দেখিয়েছো তুমি।
তোমার ক্রমশ বেড়ে ওঠা আমাকে ক্রমশ শিশু করেছে
করেছে শৈশব সরলতায় সংবেদ্য,
তোমার ক্রমশ বেড়ে ওঠা ক্রমশ হ্রাস করেছে আমার অন্ধত্ব
করেছে অহমিকা ত্যাগে বিচক্ষণ,
তোমাকে কেউ ভাবেনি আমার মতো
তুমি আমার সন্তান; আমার সময়; আমার ফুরিয়ে যাওয়ার দ্যুতি।