অপরাধ পর্যবেক্ষন
=============
চোর চোর টাকা চোর
তবুও সে ভাল ।
হয় যদি সে পরিশ্রমী
উপার্জনে মনযোগী ।
লাভের টাকা করে চোরি
নিজেও হয় বড় ।
চোরি করায় টাকা কড়ি
যদিও সে অপরাধী,
তবুওত সে গায়ে খাটি
শক্ত করে অর্থনীতি ।
চোরি করলেও কীছু তারই
থাকে যে তা দেশের মাঝেই।
কিন্তু, কেহ করে যদি
কর্মক্ষেত্রে সময় চুরি
দিনে দিনে যায় যে থামি
কর্মস্থলের অগ্রগতি ।
তার কারনে পায়না কেহই
অর্থনৈতিক সুভিদাদি,
হারায় আরও শ্রমিক শ্রেনী
চাকুরী যাওয়ায় রুটি রুজি ।
সময় ব্যয়ে হয়না বলে
নিয়ম মাফিক কার্যাবলী,
লাভ না হয়ে কর্মস্থলে
বেশি মাত্রায় হওয়ায় ক্ষতি।
হিসেব তাই প্রমান করে
অর্থনৈতিক অবক্ষয়ে
অধিক দায়ী সময় চুরে
টাকা চুরের চেয়ে ।
==============