কবি ও কর্মের ভালবাসা
=============
জড়িনা তুই হলেও কাল
কাজ করিস তুই খুবই ভাল ।
তোর যদিও নাকটি ভোতা
কাজ করিস যে চুখা চুখা ।
না থাকলেও ঠোটে হাসি
কাজে কভূ দিসনে ফাঁকি ।
হলেও তুই টেরা চোখি
কাজ করিস তুই বেশী বেশী ।
জড়িনা তুই হওয়ায় বোবা
কাজ ফেলে তুই কইসনে কথা ।
ঠোট দুটি তোর যদিও মোটা
কোন কাজে তোর নেই যে মানা ।
চোখের নীচে তোর যদিও কালি
কাজে থাকিস মনযোগী ।
যদিও তুই দেখতে খাট
মনটি যে তোর অনেক বড়,
ভাবিস যে তাই দেশের জন্য
কাজ করে যাস নিয়ম মত।
রূপ যদি তোর নাও থাকে
দক্ষ যে তুই কর্মক্ষেত্রে,
প্রয়োজন যা সবার আগে
শক্তিশালী দেশ গঠনে ।
থাকিসনে তুই ঘড়ে বসে
বৃথা সময় নষ্ট করে ,
কাজ করিস তুই কর্মক্ষেত্রে
উন্নয়নের শপথ নিয়ে ।
কাজেই ভাল বাসি তোরে
পরিচয়ের ধার না ধেরে,
প্রনাম করি ক্ষনে ক্ষনে
দেশ প্রেমীক এক কবি বলে ।
==============