থিরি পাশের জবানবন্দি
==============
                        এমদাদুল হক দেওয়ান

ছিলাম আমি ঝি এর ছেলে
ঢাকা আসি পেটের দায়ে
মাত্র, থিরি পাশের পরে ।
ঢাকা এসে পেটের দায়ে
কাজ করে যাই পেটে ভাতে
গ্যারেজ কিংবা দর্জি ঘড়ে ।
এমনি ভাবে ঘুরে ফিরে
কিশোর হলাম শিশু হতে
চাকুরী নিলাম কারখানাতে ।
বদলে গেলাম আকারেতে
থাকা খাওয়া জুটার ফলে
একটু ভাল আগের চেয়ে ।
স্বপ্ন এলো মনের মাঝে
মিশে যেতে, পুরান ছেরে নতুন দলে
পোষাক আশাক বদল করে ।
যদিওবা জেগেছিল প্রশ্ন মনে
ছিলি কিরে , চাস কি হতে ?
পরক্ষনেই পরল মনে
বাস করেছি রাস্তা ঘাটে
শুধুই মায়ের আঁচল গায়ে ।
দোষ কি আমার পায়ে পরতে
ক্ষতিইবা কি মিথ্যা বলতে
যদি কিছু অর্থ মিলে ।
ভাবনা জাগে আরও মনে
থেকেছে যে রাস্তা ঘাটে
তার আবার ইজ্জত কিরে ?
এ ভাবনায় অটল হয়ে
জরিয়ে পরি অসৎ কাজে
অসৎ যারা তাদের সাথে ।
নীতি ভূলে, পা চেটে
চুরি করে, মিথ্যা বলে
যোগার করি, স্বচ্ছলতা জীবনেতে ।
ভোগের বস্তু, ইজ্জত আর সৌখিনতা জীবনেতে
মুখ্য চাওয়া এসবই যে
স্বচ্ছলতা পাওয়ার পরে ।
পেতে যাকে সবার আগে
লেখা পড়ার প্রয়োজন পরে
জানিনে যা মোটেও নিজে ।
লজ্জা পাইনে এতেও যে
বলতে থাকি দু-চার কথা ইংরেজীতে
শিক্ষীতদের মুখের বুলি কেড়ে নিয়ে ।
বড়,বড় দিগ্রী নিলে
দিতাম না যে সালাম তাকে
যে সালামের যোগ্য নহে ।
সহযোগী হতাম না যে
অসৎ যারা তাদের কাজে
বিবেক আমার শক্ত হলে ।
জাগাও আজি পেতামনা যে
আছি যেমন তেমন রুপে
নীয়ম নীতি মেনে চললে ।
==============