অন্ধ, অচল, রুগ্ন
বোবা, বৃদ্ধ সবে,
ক্ষুধা হতে মুক্ত
কেহই কিন্তু নহে।
দেশের মাঝে যত
সুস্থ সবল আছে,
ভাল বাসে যদিও
তাদের সবাই মিলে।
কিন্তু ভেবে দেখ
শুধুই ভাল বেসে,
যায়না করা মুক্ত
ক্ষুধার কষ্ট হতে।
ক্ষুধার কষ্ট নিবারনে
খাবার প্রয়োজন সবার আগে,
যা পাওয়া যায় পরিশ্রমে ।
ভালবাসার গল্প ছেরে
কাজে লাগলে কর্মক্ষেত্রে,
ফলে যে তা অনায়াসে ।
পর দূঃখ নিবাড়নে  
কাজের গুরুত্বই সবার আগে
ভালবাসার কাজল নহে ।
--------------