১৩৪
পেটের ক্ষুধায় বসে থাকলে
ভরবে না পেট আপনা থেকে ।
পেট ভরাতে খাবার লাগে
যা পাওয়া যায় পরিশ্রমে ।
বলেন কি ভাই, তাদেরও কি
যাদের আছে অর্থ কড়ি ?
অবশ্যই
জমির মালিক জমি হতে
পায়না খাবার বিনা কষ্টে ।
খাবার পেতে জমি হতে
চাষ করতে হয় জমি তাকে ।
নগদ টাকাও এমনি হয়না
শ্রম দিলেই জমে যে তা ।
প্রাপ্ত অর্থ রক্ষা করতেও
শ্রম দিতে হয় অফুরন্ত ।
ভাবব হয়ত সুখী তারা
তৈরী খাবার পাচ্ছে যারা ।
তারাও কি , না চিবিয়ে
না গিলেই পাঠায় তারে
পেটের মাঝে বিনা শ্রমে ।
কাজেই বলি পেতে সবই
হতে হবে পরিশ্রমী ।
পেতে হলে কিছু ভবে
বিকল্প নাই পরিশ্রমের ।
দূর করতে তাই দারিদ্রতা
ফিরে পেতে স্বচ্ছলতা ,
করতে হবে প্রয়োগ সদা
পরিশ্রমেরই যাদু-টোনা ।
সত্যি হল এটাই যে
মেশিন বারে প্রফিট হলে
প্রফিট বারে পরিশ্রমে ।
মেশিন বাড়লেই গড়ে উঠে
কর্ম ক্ষেত্র দেশের মাঝে ।
সহযোগী যা দেশের মাঝে
বেকারত্ব শিথিল করতে ।
================