১৩২
শ্রমিক আমি মজুরী আমার
মজুরী পেতে মেশিন চালাই ,
মালিক যে জন মুনাফা তাহার
মুনাফা পেতেই মেশিন বাড়ায় ।
মেশিন বাড়লে শ্রমিক লাগে
কমে তাতে শ্রমিক ছাটাই ।
উপরন্ত মালিকগনে
বেকার হতে শ্রমিক গড়ে
বেকার তাতে করে কামাই ।
জীবন মানের উন্নয়নে
মেশিন যে তাই আসল সদাই ।
তার মানে কি
মালিক পক্ষ ও শ্রমিক শ্রেনি
মিলেমিশেই ভোগ করি
মেশিন চলার ফায়দাখানি ।
উচিৎ তাই উভয় মিলি
চালু রাখা মেশিন গুলি ।
ফায়দা পেতে উভয়েরই
রক্ষা করাও মেশিনগুলি ।
================
১৩৩
ধর,ধর চামচা ধর
কর্ম সস্থান রক্ষা কর ।
চামচা কি ?
চামচা হল জারজ শ্রমিক
কাজ ফেলে যে লাগায় কিলিক ।
চামচা হল পোষা কুকুর
করে শুধু হুজুর হুজুর ।
সর্বদায়ী ফায়দা লুটে
বসের পায়ে অয়েল দিয়ে
দক্ষতাকে লাথি মেরে ।
মালিকও তার কথা মত
অযোগ্যকেই দেয় মূল্য ।
বুঝে না সে কোন ভাবেই
যোগ্য ব্যক্তির অমর্যাদাই
উৎপাদনের অন্তরায় ।
সমস্যা কি ?
চামচার জ্ঞ্যানে মালিক চলে
চামচা বানায় লম্বা দল ।
অযোগ্যদের চাপে পরে
যোগ্যরা যায় তেপান্তর ।
চামচা দলের রিকমান্ডে
মিথ্যাবাদীদের চাকুরী হয় ।
মিথ্যাবাদীদের যন্ত্রনাতে
সত্যবাদী সব বিদায় লয় ।
অযোজ্ঞতা ও অসততায়
চাক্কা ঘুরা বন্ধ হয় ।
মালিক পক্ষ যখন বুঝে
করার কিছু থাকে না আর ,
চামচা দলের হরিলুটে
কর্মস্থল হয় লে-অফ তার।
তাইত বলি ধর
সময় থাকতে চামচা ধর
কর্ম সংস্থান রক্ষা কর ।
===================