১৩০
বেকার শ্রমিক থাকলে বসে
পুজি পতির মিলের গেটে
কর্ম প্রাপ্তীর প্রেয়ার নিয়ে ।
ষোল আনা বেতন তাতে
পুজিপতি ধরবে নারে,
বার্গেনীঙ্গের চেষ্টা নিলে
অমনি ডাকবে আরেক জনকে ।
মেশিন খালি থাকার ফলে
খোজলে শ্রমিক মশাল নিয়ে
ষোল আনা বেতন মিলবে
শুধুমাত্র তখনই যে ,
দড়া দড়ি করার পরে ।
কিন্তু এ বেশ গড়তে দেশে
খাটতে হবে শ্রমিকগনকে
মন লাগিয়ে কর্ম স্থলে ।
অধিক লাভের লোভ দেখাতে
দেশের সকল ধনবানকে ।
নামতে হবে আন্দোলনে
আমলাদেরকে বাধ্য করতে ।
সৃষ্টি করতে
উপযুক্ত ক্ষেত্র দেশে
কর্মস্থল গড়ার জন্যে ।
==============
১৩১
বনিক নহি শ্রমিক মোরা
মোদের নাহি অর্থবল ।
ভাগ্য ফেরাতে শ্রমের দ্বারা
দক্ষতাই যে মাত্র বল ।
এসো তাই করি কাজ
নাহি হই ফাকি বাজ ।
সময়ের কাজ যদি সময়ে করি
ষোল আনাই হয়ে মনযোগী ,
তাহলে একদা অর্জিত হবেই
শক্ত সবল এক কর্মঠ হাত ।
যার চাহীদা শুধু এক ঘড় নহে
রবে প্রতি ঘড়ে ,
যুগ যুগ ধরে
ভাগ্য ফিরানোর হাতিয়ার রূপে ।
======================