১২০
কর্মীবৃন্ধ কর্মক্ষেত্রে
ফলন বাড়ীয়ে
প্রমান দিলে
স্বদেশভাল বাস সবে ।
বিনিয়োগকারী তাহা দেখে
নতুন ক্ষেত্র গড়লে দেশে
সুযোগ পাবে তারাও যে ,
কাজে লাগতে নতুন কলে
আছে যারা বেকার বসে
তোমাদেরই নিজের ঘড়ে ।
==============
১২১
বুদ্ধিজীবি
যদিও তোমার বুদ্ধি আছে ,
তবুও তুমি
মুক্ত নহ ক্ষুধা হতে ।
কাজেই তুমি
দেবে একটু সময় দেশে ,
তত্ববাদী ধান্দা রেখে
উৎপাদন হার বারে যাতে
এমন কোন উপায় খুজতে ?
বলবে কিছু দেশ চালককে
কর্মসংস্থান বৃদ্ধি করতে ?
খাটলে বেকার যেখানেতে
ক্ষুধা মুক্তির উপায় হবে ।
তোমার হাতের কলম খানি
লিখবে কিছু সুদ কমাতে
ঋন দাতাদের জ্ঞ্যান দানেতে ?
পরামর্শ দেবে তুমি
পুজিপতির মনের মাঝে
নতুন খাতে বিনিয়োগে ?
বলবে কিছু সবার হয়ে
দাঁড়িয়ে কোন মুক্ত মঞ্চে ,
মালিক শ্রমিকের সমন্বয়ে
উৎপাদনে গতি বাড়িয়ে
আয় উপার্জন বৃদ্ধি করতে ?
==================