১১৯

হে ভাই বেকার
ছেরে দাও হাহুতাশ ,
তুলে ধর দুটি হাত ।
শক্ত কর তারে
মেশিন আর লাঙ্গলের ঘায়ে ।
ক্ষুধা আর দারীদ্রতা তবে
সবই যাবে চলে ।
সে কি ভাই
জমি যে বেশী নাই ।
লাঙ্গলের কটি ধরে তাই
কজনেরইবা হবে কামাই ?
কিন্তু বাহে
খাবারেই যে ক্ষুধা মিটে ।
পেতে হলে যাকে
চাষের বিকল্প যে
আর কিছুই নাহিরে ।
সুতারং ভাই
জমি আছে যাই ।
ধর লাঙ্গল কষে
চাষ কর তাতে ।
কেহ জমি চাষে
সূযোগ নাহি পেলে ,
সে জনা যাও চলে
সোজা মেশিন ঘড়ে ।
চালাও মেশিন মনযোগে
হারিয়ে দিতে তাকে
প্রতিযোগী যে শ্রমবাজারে ।
কিন্তু কবি
ছিরলেও যে পায়ের চটি
কাজের জন্য হাটি হাটি ।
মিলছে না কাজ তবুও দেখি
না থাখাতে কর্ম খালি ।
এ ক্ষেত্রে তাই একটিই দাবী
মেশিন বসাও বেশী বেশী
পুজিপতি ও দেশ দরদী ।
ঋন দাতারা ঋনের জালি
ছড়িয়ে দাও দেশটি ভরি ,
সূদের মাত্রা কমিয়ে আনি ।
মাননীয় প্রধান মন্ত্রী
যেভাবেই হোক মিটাও তুমি
গ্যাস বিদ্যুতের চাহীদাটি ।
গড়তে দেশে শুধুই তুমি
বেশী বেশী কর্ম খালি ।
================