১১৭
আমরা সবাই মানুষ জাতী
একই শ্রষ্টার সৃষ্টি সবই ।
কর্ম ক্ষেত্রে তবুও দেখি
কারো মাঝে ভিন্ন নীতি।
অস্র চালায় কেহ দেখি
করতে স্বাধীন স্বদেশ ভূমি।
আবার কেহ চালায় দেখি
করতে দেশে ত্রাশের সৃষ্টি।
কারো নেশা দেশের সেবা
কারো আবার শোষন করা ।
কেউবা আবার অতি লোভী
দেশের স্বার্থ করে বিক্রি ।
চালিয়ে কেহ মেশিন দেখি
করছে দেশের উন্নতি ।
কেউবা আবার প্ল্যান করে
বেকার বসে থাকার ফলে
অসৎ কর্ম করবে বলে ।
কেউবা আবার আড্ডা মেরে
ফুসলাতে যায় নারীদেরকে ।
প্রশ্ন করলে প্রমান মিলে
কর্ম বীহিন জীবনই তাকে
এসব কাজে এগিয়ে দিচ্ছে ।
মূল বক্তব্য এটাই যে
দেশ গঠনে শীক্ষা দিয়ে
কর্ম ক্ষেত্র যোগীয়ে দিলে ,
যাবে না কেউ অসৎ পথে
সময় হাতে না থাকাতে ।
==============
১১৮
শোষনকারী ও অতি লোভী
নিজের স্বার্থ দিয়ে ছারি ।
হয়ে একটু মনযোগী
করবে কিছু দেশের লাগি ?
যদি কিছু কর তুমি
আশা করি উঠবে ভরি
কর্মস্থলে অলি গলি ।
যেখানেতে সকল শ্রেনী
পালন করায় দায়ীত্বটি ,
কমবে দেশে অবশ্যই
অসামাজিক কর্মসুচী।
==============