১১৩
নেতা
তুমি কি দেখ চেয়ে ?
আমদানী কারক যারা আছে
তাদের পুজি বিনিয়োগে ,
পুজি বাড়ছে
তাদেরই শুধু দিনে দিনে ।
বিনিময়ে
যাচ্ছে টাকা পরদেশে ।
কর্ম সংস্থান হচ্ছে না যে
নিজের দেশের মাঝে ।
সূযোগ পেত বাড়লে যাতে
কাজে লাগতে ,
দেশের বেকার লোকে ।
কিন্তু নেতা
তাদের বেলায় মুখ না খুলে
মন্ত্র পড়াও কর্মীগনকে ,
যাদের পুজি খাটছে দেশে
তাদেরই শুধু ধরতে কষে ।
কারনটা কি বলবে খুলে
দেশের সকল জনগনকে ?
=================
১১৪
নেতার সাথে মিছিল করে
ক্ষূধা পেটে ফিরলে ঘড়ে
নেতা যেমন দেয়না খেতে ।
দেয়না তেমনি মালিক গনে
আন্দোলনে যাবার ফলে ।
এক্ষেত্রে তে
বাকী চাইলে দোকানেতে
দোকানী চায় বুকের দিকে ।
চাকুরী হারিয়ে নেতার কাছে
নতুন ক্ষেত্রে চাকুরী চাইলে
নেতা বলে,
বাজার খারাপ এসো পরে ।
অবশেষে পেটের দায়ে
পরতে হয় যে ,
মালিকেরই পায়ের নিচে ।
কোন নেতার শ্লোগানেতে
বিকল্প পথ হয় না বলে ।
আমি তাই যাব নারে
আর কখনো আন্দোলনে ,
মালিক পক্ষের বিরোধী হয়ে
নেতা তোমার মন্ত্র শুনে ।
=================