১০৩
ভয় পেয়না শ্রমিক বৃন্ধ
অশুভ কোন শক্তি এলে
কর্ম ক্ষেত্র ধ্বংশ করতে ।
তোমরা তখন রুক্ষা করতে
কর্মরত কর্ম ক্ষেত্র
মানব ঢালে বেষ্ঠন করো।
ভেবোনাকো শ্রমিক বৃন্ধ
কি যায় আসে তোমার তাতে
ভাংলে মেশিন কর্ম ক্ষেত্রে ।
আগুনে তা পুড়িয়ে দিলে
অশুভ কোন শক্তি এসে ,
তুমি যে তার কর্মি মাত্র ।
শ্রমিক বৃন্ধ
চালু থাকলে কর্ম ক্ষেত্র ,
মাসের শেষে পাও যে অর্থ
মিটে তাতেই প্রয়জোন যত।
রক্ষা করা তাই কর্ম ক্ষেত্র
শুধুমাত্র
মালিক পক্ষেরই নয় দায়ীত্ব ।
মজুরী রুপে লাভের অংশ
তোমরাও যে ডেইলী পাচ্ছ।
কাজেই বলব
আছে যত কর্ম ক্ষেত্র
মালিক যে তার উভয় পক্ষ
পুজিপতি ও শ্রমিক বৃন্ধ ।
টিকিয়ে রাখার দায়ীত্বটিও
উভয় পক্ষেরই উপড় ন্যাস্ত ।
রক্ষা করতে উভয়ের স্বার্থ
এটিই হল পরম সত্য ।
=================
১০৪
স্বচ্ছলতা পাবার জন্য
কাজের বয়স হওয়ার পরে
থেকনাকো কেহ বসে ।
শিক্ষাকেন্দ্র বা কর্মস্থলে
ঢুকে সবাই কাজ শিখ ।
আড্ডা মেরে লাভ কি বল
পকেট যদি থাকে শুন্য ।
না করে তাই সময় নষ্ট
সবাই যদি কাজ শিখ ,
লাগবে যে তা কর্ম ক্ষেত্রে
ফলবে তাতে সোনা দেশে ।
দিনের শেষে মজুরী পেয়ে
নিজেও হবে সন্তষ্ট।
===============