৯৩
মানুষ যখন আড্ডা মারে
কাজ না পেয়ে রাস্তা ঘাটে ।
তখন ভাবী মনে মনে
ঋন সুবিধা আমি পেলে
অধিক নহে অল্প সুদে ।
কর্ম ক্ষেত্র গড়তাম আমি
ধরে আনতাম বেকার সবই ।
খাটুনী দিতাম দিবারাত্রী
মুছতে তাদের বেকার নামটি ।
ট্রেনিং দিতাম মনে প্রানে
শ্রমিক সেনা গড়ে তুলতে ।
================
৯৪
ঘুম না হলে ভোরে উঠি
ব্যাল্কনিতে ঝিমাই বসি ।
শক্তি ফিরে পাই যে আমি
ঠিক তখনি ।
যখন দেখি চলছে নারী
হাতে নিয়ে ভাতের বাটি,
মজুর নিয়ে কাধে ঝাপী ।
শ্বপ্ন চোখে, মুখে হাসি
হয়ত কাজে লাগবে বলি ।
আমিও তখন বেরিয়ে পরি
আনন্দে বুক পুর্ন করি ।
হাটতে থাকি
ওদের সাথে হয়ে সাথী ।
কিন্তু কবি
আনন্দ মোর ক্ষনস্থায়ী ।
খানিক পরেই
হারিয়ে যায় মুখের হাসি ।
কষ্টে আমার যায় যে ভাঙ্গি
বুকের মাঝের পাজর খানি ।
যখন দেখি
কিছু ঢুকে কর্মক্ষেত্রে
কিছু বসে থাকে গেটে।
মনটি তখন শুধুই বলে
মালিক শ্রমিক মিলে মিশে
যদি,
ফলায় সোনা কর্ম ক্ষেত্রে
বাড়বে মেশিন আরও দেশে ।
থাকবে না কেউ তখন বসে
কর্ম খালি থাকার ফলে ।
==================