আত্ন নিবেদন – ৪
=============

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রভু
তব তরে মোর এই মিনতি ।
বাকিটা সময় যেন অপচয় না করি কভু
অসঙ্গত ভেবে তোমারই অর্পিত নীতি ।
দূরে যেন কভু নাহি যাই চলে
তোমারই আশ্রয় হতে ।
ভোগীতে মোর অশান্ত মন যাহা চাহে
অপকর্ম মাঝে খুঁজিতে তারে ।
ভয় যেন পাই প্রভু শুধুই তোমাকে
না করি সালাম যেন অপদেবতাকে ।
জীবন যখন যেমনই চলুক সর্বাবস্থাতে
তোমারই করুনা চাহি যেন প্রভু , তোমারই ভয়ে ।
না করি চেষ্টা যেন কিছু পেতে , পাপের উৎস হতে
শেষে তুমি ভুলে যাও মোরে এমনই ভেবে ।
=========================