তুমুল হিসেবে কষেছি, হিসাব মেলেনা।
দোষ খুঁজতে গিয়ে গুণের মাঝে ডুব।
তার কলঙ্ক দোহাই দিচ্ছি বটে অন্ধ অভিযোগ।
হায় কপাল! স্বজন নিন্দাসূচক বাক্য বলে।
আমি কার, কে আমার?
ভুবন জুড়ে দুঃস্বপ্নে আমায় করেছে গ্রাস।
স্মৃতির অধ্যায় আমি এক বাক রুদ্ধ পাঠক।
কিঞ্চিত শক্তি নেই আর, আড়াল হচ্ছে শব্দ।
ততক্ষণে ভাষার অস্তিত্বের সন্ধান করছি।
অভিযোগ করার প্রবণ ইচ্ছে ছিলো,
নির্বাক শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইলাম।
আমি কি মানুষ?
কত হৃদয় বিদায়, আমি এক অসহায়।
যেন শকুন মৃত দেহে চিঁড়ে খাচ্ছে!
অসহ্য যন্ত্রণা, প্রাণে বেছে থাকা অচল দেহ।
ঘন কুয়াশার আড়ালে শ্মশান নীরবতা -
দেহ ত্যাগী আত্মার নির্মম বিসর্জন।
মেঘাচ্ছন্ন কালো দুয়ার ঘন কুণ্ডলী -
এক রাশ মায়ার বেদনার মাঝে বিদায়।