সময়ের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে-
ইট পাথর মোড়ানো শহরে।
কল্পনায় জমানো ইচ্ছেরা পূর্নতা পেল না।
রাস্তার মাঝে সস্তায় ফোঁটা রক্ত জবা গুলো,
উত্তম কাজে প্রয়োজন মেটায়।
আমিও তা হতে চেয়েছিলাম-
কারো একজন উত্তম পুরুষ।
তার কি কোন প্রয়োজন ছিলো?
আমাদের সমাজে একটা প্রচলিত বাক্য, এটা আবেগ।
আমি কান কথায় বিশ্বাসী!
যার উপর ভিত্তি আমার মস্তিষ্ক।
আমি নিজে পাবো না, তারও হতে দিব না।
এটা সমাজ, আমরা মানুষ।
কোন কিছুই আমার ছিল না।
অধিকার প্রয়োগ করার ক্ষমতা নেই।
সব ঠিক হচ্ছে-
হয়তো তার চোখে এখনো স্বপ্ন খুঁজো।