বাংলাদেশ আমার স্বাধীনতা।
তোমাকে নিয়ে ভাবি প্রতিটি কথা।
কত কষ্টের বিনিময়ে এনেছে স্বাধীন পতাকা।
রাখব ধরে আমাদের স্বাধীনতা।
তোমরা কেউ ভুলো না স্বাধীনতার এই কথা।
কত জীবন রেখেছে বাজি,
আমার স্বাধীনতা আনবে বলে।
ভাবছো কেন গিয়েছে দামাল ছেলেরা।
আনবে তারা লাল সবুজের পতাকা।