দেহের মাঝে কি আছে ভাই, মন করে তার সাধনা।
মনে মন না মিলিলে হয়না যে তার বাসনা।
ভাবি আমি ভাবনাতে ধরতে গেলে যায়না ধরা।
সৃষ্টিতে তার এই ধরণী, রয়েছে মানব তাহার ঊর্ধ্বে।
সাধন করে জগত জুড়ে যায়না দেখা নয়নে।
জগত জুড়ে তাহার সৃষ্টি কত নামে ডাকে রে,
চলন বলন দেখে যারে, ধর্মতে যায় জাত চেনা।
ধর্মের মাঝে স্রষ্টায় ডাকে, করে প্রভুর সাধনা।
সাধনাতে মুক্তি মিলে, ললাট ঝুঁকে চরণে।
তন্ত্র মন্ত্রে ভোজন সাধন তাহার মাঝে পায় খুঁজে।
দেখ হরি নামে মন জপেছে, দুলছে দেহ ঢোলার মাঝে।
দেখ ধ্যানের মাঝে মন সঁপেছে কর্মতে তার ধর্ম।
জুব্বা পরে কেবলা পথে সেজদায় লুটায় মমিনে।
দু হাত তুলে দোয়া করে, ক্ষমা করো আমারে।
জাতের ধর্ম কি আর বল, কলব থাকে অন্তরে।
সে কলবে একটি খোদা ধর্ম বিশেষ ডাকে তাহারে।