মোর হারানো দিবসে তোমারে খুঁজি।
প্রতিটা পরতে তাহার চরণ,
খুঁজি তাহারে অন্ধ আলোয়।
যার চোখে-আমি, দেখেছি আমার সর্বনাশ!
তার চাহনিতে ও পুড়েছি আমি হাজার বার।
বার বার অলক্ষুণে আশীর্বাদ।
প্রিয়তমা সে যে এক সর্বনাশ।
আমি পুড়েছি হাজার বার।
তুমি মুক্ত মালাতে সাজো,
তোমাকে সাজাতে দিয়েছি প্রাণ! সে ঝিনুক।
প্রথম প্রণয়ে দেখানো আবেগ।
আমি পুড়েছি হাজার বার।
তোমার দেয়া আগা তের ঋণ কখনো শোধ হবেনা-
আমি এখানেও ব্যর্থ।
নারী তুমি মা'তেই মধুর,
প্রিয়তমা তে ভয়ংকর বিষাক্ত!