আর কতদূর হাঁটলে তুমি আমায় পথিক বলবে।
বিষণ ক্লান্ত হয়েছি,
কত হাজার বার আকাশের দিক তাকিয়ে, তোমাকে চেয়েছিল হৃদয়।
আমি থমকে যাইনি, যাইনি নিরাশ হয়ে
পিছিয়ে যাইনি কখনো, তোমায় না পাওয়া আশায়।
তুমি কত দূর?
দৃষ্টিতে পাচ্ছি না দেখা।
আড়াল করে নিলে নিজেকে।
আমি বিষণ আক্ষেপ নিয়ে তোমার গন্তব্যে পৌঁছাতে চাই, হোক তা সময় সাপেক্ষ।
আমি এক পথিক পথ হেঁটেছি বহুদূর।
সূর্য মাঝ আকাশে প্রচন্ড তাপ দিচ্ছে।
পিপাসা চোখ দু'টো গোলা, আমার জল শূন্য দেহ।
নাক ডিঙ্গিয়ে ঘাম লুটিয়ে পড়ে মাটিতে।
আমার সঙ্গী বিহীন নীরব এই পথ চলায় তোমার তরে।
তড়িঘড়ি করে সময় কেটে যাচ্ছে তার নিয়মে।
নিষ্ঠুর ঘড়ির কাঁটা টক্ টক্ করে পেরিয়ে যাচ্ছে।
আমিও তার মত বিরাম হীন চলছি।
ব্রহ্মপুত্র নদীর তীরে, শরতের কাশফুল যেন মাটিতে এক খন্ড আকাশ।
বাতাসে উড়ে বেড়ায় নরম কাশফুল, তারা কি মেঘ হতে চায়।
তাদেরও ইচ্ছে হয়-
তোমাকে ছোঁয়ার, আমাকে সঙ্গ দেয় হেঁটে চলার।