কুন কুনিয়ে গুঞ্জন শুনি।
উই পোকায় জয় করলো মাটি,
ঘুনে ধরলো কাঠ পালংকে,
কড় কড়া শব্দে কাঠ কাটে।
জুতি কমেছে নয়ন তারায়, চশমা এখন শেষ ভরসা।
বয়স কি তার কমেছে বটে!
লাঠি ঠেকিয়ে পা চলে।
সর্ব বিজয়ী মানুষ সে, ঢুলে পড়ছে বয়স কবলে।
সর্ব তরে মানুষ পাহারায় থাকত সদা সিংহাসনে।
চরণ চলেনা একলা একা দম নিচ্ছে না ফুসফুস।
তিলে তিলে যাচ্ছে কেটে মানুষ নামের যন্ত্রের মাঝে।
বিকট শব্দে ছিল রাজ্য, নিশি শব্দে দেহ নড়ে।
উচ্চ জ্ঞানের স্রোবন শক্তি, মাথা নাড়িয়ে যানায় উক্তি।
প্রভাত ফেরীতে সন্ধ্যা পড়ে, কানা কি তার মর্ম বুঝে?
লালসা কেবল সম্পদে নয়, দেহের মাঝেও হয়।
ইশারায় যার দুষ্ট নজর, চলন দেখে কয় ( দুষ্ট লোকে)
উপড়ে পড়া সাহসী এখন নত মাথায় কাটায় দিন।
আমি নিতান্তই শেষ নিঃশ্বাসে ভরসা করি।
আচমকা এসে দাঁড়াবে, চমকে দিবে তোমায়।
পুরিয়ে এসেছে সময় চল চল যাবে ওপাড়ে।