আকাশে মেঘেরাও জ্যাম বেঁধেছে।
ট্রাফিক মহাশয় খোশমেজাজে ফাঁকি দিচ্ছে।
নানা জলরাঙা আঁকা আকাশের মেঘের ভেলা।
আজ আকাশ এ যেন শরতের এক খন্ড  কাশফুল।

মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের সরল রেখা উঁকি দিচ্ছে শহরে দেয়ালে।
জানালার পর্দা দৃশ্য মান মেঘেদের উপস্থিত চোখ জুড়ানো।

দক্ষিণা বাতাসে, রোদ গড়িয়ে পড়ে শরীরে।
বিকেলের রোদ, গা'য়ে জ্বলা করে না,
বেশ শান্ত শীতল অনুভূতি।
বাতাসে মৃদু গন্ধ, বৃষ্টির আভাস।

শঙ্খচিল ডানা মেলেছে আকাশে।
অবলা দৃষ্টি তার মলিন মুখ আর ভেজা চোখের নিরব ভাষা।
মুহূর্তে হারাবে হৃদয়ের কোনে, সৃষ্টি হবে গভীর মায়া।