আজ এই দিন পুরায়ে কাল হয়।
বৃহত পরিসরে সজ্জিত জীবন।
মৃত্তিকা পুড়িয়ে রঙিন দালান।
তাতেও ঠাই মেলেনা যম কবলে।
বিদ্রোহী হয়ে মিছিল জমায়,
তপ্ত রোদে, ঘামে ভেজা, কালো পাথরের সড়ক মাঝে।
পদপৃষ্ঠ যাচ্ছে প্রাণ, দাবি মিটানো র আশায়।
হাহাকার খানখান অগ্নিদ্বহন।
পেটে খিদে কাটায় দিন, তাকিয়ে দেখ জীবন্ত কঙ্কাল।
দেখ স্রষ্টা খোঁজে প্রার্থনা মগ্ন।
জুব্বা পরে কেবলা পথে-
সেজদা ঝুঁকে খোদার সনে।
স্তব, মন্ত্র, দর্শন শাস্ত্র-
প্রসাদ হাতে মন্দির তরে,
ফুল, ও জল খাবারে প্রেম পূর্ণ নৈবেদ্য উৎসর্গ করে।
ধর্ম নিবেশ হচ্ছে কত মৃত সৎকার।
মাটির পেটে খনন করে দিচ্ছে দাফন।
হিন্দু শ্মশানে বাঁশের কাঠে চিতা সাজে অগ্নিদ্বহনে।