দেহে কি স্বাদ আছে বলো?
অন্তরে না মিলিল শান্তি।
মানবরে তুই বন্দি খাঁচায়,
না থাকে যদি অচিন পাখি-
মূল্য কি বল দেহ খানার।

চরণ তলে চরম পাপী,
জানলি না মন প্রভুর শক্তি।
নয়ন জলে ভাসালি যারে,
আসলো না সে মনের ঘরে