আমি এক বিবর্ণ গাছের পাতা!
ঝরে পড়ার আগ মূহূর্তে সৌন্দর্য ধারণ করি।
সৃষ্টি হয় এক অপরূপ রঙের শোভা।
হয়তো আমার এটাই বসন্ত।
আমি এক বিবর্ণ গাছের পাতা!
যে কোন মুহূর্তে,
ঝরে পড়ার অপেক্ষায়।
শুকনো পাতা হয়ে পড়ে রব-
কুঁড়িয়ে নেবার ইচ্ছে কারো হবে না।
আমি এক বিবর্ণ গাছের পাতা!
পড়ে রব নিরবে,
চরণ তলে বড় অযত্নে।
বাতাসে উড়ে যাব স্রোতের গাঁয়ে।
ভেসে যাব অবহেলায়।
আমি এক বিবর্ণ গাছের পাতা!