আমি একজন এই সমাজের নাগরিক।
রাষ্ট্রের নিয়মের বাহিরে আমি না।
আমার ফাইল ভর্তি সার্টিফিকেট!
আমি শহরের এক প্রান্ত হতে, অন্য প্রান্ত খুঁজেছি।
অভিজ্ঞতার প্রয়োজন, কোথা ও সুযোগ হয়নি।
কেউ কোন সাড়া দিলো না।
রাগ অভিমান করে কি হবে!
শূন্যতা হাতে নিয়ে ফিরেছি।
আমার অর্থের যোগান ছিলো না-
আমার রেফারেন্স করার মত কেউ নেই।
এই সমাজ আমাকে বেকার বলে সম্বোধন করে।
অভিযোগ গুলো নিরবে সহে যাই।
রক্তিম চোখ জোড়া জলে ভেজাই না।
আমি পুরুষ তার চোখে কি জল মানায়?
মনের কষ্ট গুলো নিরব ভাষায় প্রকাশ করি।
তাই আমি এই সমাজে-
একজন শিক্ষিত বেকার।