আমার দেহে গভীর রাতে, তরঙ্গ ডেউ দোলে।
শিহরণ জাগে, অদৃশ্য আত্মা ভর করে।
শরীর জুড়ে বিষাক্ত নখে আছড় কাটে।
বিকৃত মাথা, বনবন যেন নেশায় ডলে।
স্পর্শে ধমনীতে উচ্চ রক্ত চাপ।
প্রাণ নাসের ভয়!
থরথর কাঁপছে দেহ।
এক সুন্দরী এসেছে শ্যাম কালো আঁধারে!
আমার প্রাণে সিঁদ কেটেছে, হরন করবে হৃদয়।
ব্যথা বুকে কাঁপন ধরে-
তাহার রক্তাক্ত চরণ ধসে।
নিষ্পাপ চোখে তাকিয়ে দেখি-
চলছে খেলার নামে ধ্বংস!
অন্তর চোরায় চুরি করে, কে দিবে তা পাহারা।
চুরি তো নয়, এ যেন ডাকাতি!
টুকরো টুকরো হৃদয়ের কিছু অংশ-
পড়ে আছে বড় অযত্নে।
আগাতে বিধ্বস্ত হৃদয়ে চলছে রক্তপাত।
ভিষন যন্ত্রণা
ধপাস!! মুখ থুবড়ে পড়েছিল নিথর দেহ।
উড়ে যাচ্ছে আত্মা,
কে দিবে তা পাহারা।